Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সম্পর্কিত তথ্যাবলী
বিস্তারিত

জরুরী সেবা পেতে রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ও সংশ্লিষ্ট অন্যান্য নম্বরসমূহঃ 

রাজনগর ফায়ার স্টেশনমোবাইল নম্বরঃ ০১৯০১০২৩৬৭২ 

ফায়ার কন্ট্রোল, সিলেটঃ ০১৯০১০২৩৬০৮, ০২৯৯৬৬৪৩৩৩৯, ০২৯৯৬৬৪৩৪৫৮, ০২৯৯৬৬৪৩৩৫৬;

হটলাইনঃ ১৬১৬৩, 

জাতীয় জরুরী সেবাঃ ৯৯৯। 


ইতিহাস

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত। তৎকালীন বৃটিশ সরকার অবিভক্ত ভারতে ১৯৩৯-৪০ অর্থ সালে ফায়ার সার্ভিস সৃষ্টি করেন। বিভক্তিকালে আঞ্চলিক পর্যায়ে কলকাতা শহরের জন্য কলকাতা ফায়ার সার্ভিস এবং অবিভক্ত বাংলায় বাংলার জন্য (কলকাতাবাদে) বেঙ্গল ফায়ার সার্ভিস সৃষ্টি করেন। ১৯৪৭ সনে এ অঞ্চলের ফায়ার সার্ভিসকে পূর্ব পাকিস্তান ফায়ার সার্ভিস নামে অভিহিত করা হয়। অনুরূপভাবে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ভারতে বে-সামরিক প্রতিরক্ষা বিভাগ প্রাথমিক পর্যায়ে Air Raid Precautions (ARP) এবং পরবর্তী পর্যায়ে ১৯৫১ সনে আইনি প্রক্রিয়ায় সিভিল ডিফেন্স অধিদপ্তর সৃজিত হয়। কর্মব্যবস্থাপনার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের অধীন রেসকিউ বিভাগ নামে ১টি বিভাগ সৃষ্টি হয়।

 ১৯৮১ সালের ৯ই এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সরকারি প্রজ্ঞাপন অনুসারে একীভূত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগের অধীন রেসকিউ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অর্ন্তভুক্ত হয়।


মিশন - “দুর্যোগ-দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা”।

             (To protect and save lives and property for a safe and secured bangladesh)


ভিশন - “অগ্নিকান্ডসহ সকল দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ  প্রতিষ্ঠান হিসেবে  সক্ষমতা অর্জন”

             ("To acquire competency as one of the leading fire fighting and disaster management organization in Asia." )


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনটি আদর্শবানী বা মূলমন্ত্রকে অনুসরণ করে। যথা-     ১। গতি   ২। সেবা  এবং  ৩। ত্যাগ 


তথ্যসংগ্রহঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

ডাউনলোড
প্রকাশের তারিখ
11/04/2022
আর্কাইভ তারিখ
11/09/2042